নদিয়া: খারাপ আবহাওয়ায় বদল প্রধানমন্ত্রীর সফর সূচী! ভার্চুয়ালি সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নদিয়ার তাহেরপুর নেতাজি পার্ক ময়দানে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার আয়োজন করা হয়। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বায়ুসেনার হেলিকপ্টারে করে দমদমের নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাহেরপুরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। তবে খারাপ আবহাওয়ার কারণে সভাস্থলের কাছে হেলিকপ্টার নামানো সম্ভব না হওয়ায় চপারটি ফিরে আসে কলকাতা বিমানবন্দরে।
এরপর বিকল্প হিসেবে প্রধানমন্ত্রীকে সড়কপথে তাহেরপুরে নিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে আলোচনা শুরু হয়। প্রায় ৯০ কিলোমিটার পথ অতিক্রম করতে হলে নিরাপত্তার বিষয় নিয়ে চিন্তায় পড়ে প্রশাসনিক কর্তারা। সেই কারণে কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্যবহারের পরিকল্পনা করা হয়েছিল। পাশাপাশি বিকল্প রুট হিসেবে ১২ নম্বর জাতীয় সড়কও প্রস্তুত রাখা হয়েছিল। ইতিমধ্যেই জেলা ট্রাফিক পুলিশ ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত আধিকারিকরা পরিস্থিতি পর্যালোচনা করছেন।
এদিকে, প্রধানমন্ত্রীর হেলিকপ্টার নদিয়া থেকে ঘুরে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে এবং তিনি বিমানবন্দরের লাউঞ্জে অবস্থান করছেন বলে সূত্রের খবর। পরিস্থিতি বিবেচনা করে তিনি সশরীরে না পৌঁছতে পারলেও ভার্চুয়ালি ওই সভা করতে পারেন বলেও জানা যাচ্ছে। নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করেই প্রধানমন্ত্রীর পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করা হয়। অবশেষে ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। অন্যদিকে প্রধানমন্ত্রীকে দেখতে না পেয়ে নিরাশ হয়ে ফিরে যান সকলে।
