Lata Mangeshkar Died: এক অধ্যায়ের সমাপ্তি! প্রয়াত লতা মঙ্গেশকর

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: প্রয়াত লতা মঙ্গেশকর (Lata Mangeshkar Died)। মুম্বইয়ের হাসপাতালে রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর (Lata Mangeshkar Died)। প্রায় চার সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী। সম্প্রতি অবস্থার উন্নতিও হচ্ছিল। কিন্তু শনিবার আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। দিতে হয় ভেন্টিলেশনে। সেখান থেকে আর ফেরানো যায়নি লতাকে। রবিবার সকালে তিনি প্রয়াত হন।

করোনা এবং নিউমোনিয়ার জোড়া ফলায় অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন সুরের রানি লতা মঙ্গেশকর। গত সপ্তাহে লতা মঙ্গেশকরের চিকিৎসার দায়িত্বে থাকা ডক্টর প্রতীত বলেছিলেন, ‘লতাজি এখনও আইসিইউতেই রয়েছেন। আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করছি যাতে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করুন।’ ৯২ বছরের লতা মঙ্গেশকর এ মাসের শুরুতেই করোনায় আক্রান্ত হন এবং তাঁকে দক্ষিণ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। গত বুধবার গায়িকার মুখপাত্র জানিয়েছিলেন, তিনি স্থিতিশীল রয়েছেন। শনিবারই ফের পরিস্থিতি সংকটজনক হয়। রবিবার সব শেষ।

লতা মঙ্গেশকরের প্রয়াণে দু’দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। রবিবার সন্ধ্যায় মুম্বইয়ের শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য। লতার প্রয়াণে সোমবার অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকারও।

১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর তৎকালীন ইন্দোরে জন্মগ্রহণ করেন লতা মঙ্গেশকর । তাঁর পিতা পণ্ডিত দীনানাথ মঙ্গেশকর একজন মারাঠি ও কোঙ্কিনী সঙ্গীতজ্ঞ এবং মঞ্চ অভিনেতা ছিলেন। তাঁর মা হলেন শেবন্তী (পরে নাম পরিবর্তন করে সুধামতি রাখেন) বোম্বে প্রেসিডেন্সির তালনারের গুজরাতি নারী ৷ পাঁচ ভাইবোনের মধ্য লতাই সবচেয়ে বড় ৷

আট দশক ধরে ভারতীয় সঙ্গীত জগতে রাজ করেছেন। তাঁর সুরের মূর্ছনায় মেতে উঠেছে আসমুদ্র হিমাচল। দেশের গণ্ডি ছাড়িয়ে গোটা বিশ্বের সঙ্গীত-প্রেমীরা তাঁর কণ্ঠে আজও মোহিত। এহেন সুর সম্রাজ্ঞী চলে গেলেন বাণী-বন্দনার পরের দিনেই। ভারতীয় সঙ্গীত জগতে তাঁর অবদানের জন্য পেয়েছেন সর্বোচ্চ সম্মান- “ভারতরত্ন”, “দাদা সাহেব ফালকে” পুরস্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *