নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: অবশেষে গুঞ্জনই সত্য হলো। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভায় এলো চূড়ান্ত সিদ্ধান্ত। বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের ১৪তম আসরের বাকি থাকা ম্যাচগুলো হবে আরব আমীরশাহিতেই ।শনিবার বিসিসিআইয়ের বৈঠকে আইপিএল ভারত থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজনের ব্যাপারে ঐক্যমত হয়েছে। সংবাদ সংস্থা এএনআইকে বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লা এ কথা জানিয়েছেন । আগামী সেপ্টেম্বরেই অনুষ্ঠিত হবে আইপিএলের বাকি ম্যাচগুলি । সেপ্টেম্বর-অক্টোবরে ২৫ দিনের উইন্ডোতেই বাকি টুর্নামেন্ট আয়োজন করবে বোর্ড।টুর্নামেন্ট শুরু হবে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে। ইতিমধ্যে ইসিবিও টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে রাজি হয়েছে। আপাতত বিসিসিআই বিদেশি ক্রিকেট বোর্ডদের সঙ্গে এই বিষয়ে কথা বলবে।
IPL has been moved to UAE for this season: Vice-President BCCI Rajeev Shukla to ANI pic.twitter.com/wqEukw6KGP
— ANI (@ANI) May 29, 2021
ভারতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ৪ মে স্থগিত করে দেয়া হয় আইপিএল। ততদিন পর্যন্ত মাঠে গড়ায় ২৯টি ম্যাচ, বাকি ছিল আসরের শেষভাগের ৩১টি ম্যাচ। ভারতের করোনা পরিস্থিতির উন্নতি না ঘটায় টুর্নামেন্টটি আরব আমিরাতেই করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে একই সভায় আলোচনা হয়েছে আগামী অক্টোবরের টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাপারেও। এখনও পর্যন্ত বিশ্বকাপটি আয়োজক দেশ ভারত। কিন্তু তাদের দেশে করোনা পরিস্থিতির উন্নতি না ঘটলে সেটি অন্য কোথাও স্থানান্তর ব্যতীত আর উপায় থাকবে না। তবে এখনই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না বিসিসিআই। কিন্তু মনে করা হচ্ছে আইপিএলের মতো বিশ্বকাপকেও সরিয়ে নেওয়া হতে পারে অন্য দেশে ।