নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: করোনার টিকাতেও এবার বিশ্বরেকর্ড । এক ৮ মাসের শিশুকে দেওয়া হল করোনার টীকা । এর আগে ৬ বছর ও ২ বছরের শিশুকে করোনার টিকা দেওয়া হয়েছিল । কিন্তু এত ছোট কাউকে আগে কখনো টিকা দেওয়া হয়নি ।
এনজো মিনকোলা (Vincenzo “Enzo” Mincolla) নামের এই শিশুটি নিউইয়র্কের ইউপিস্টেট বাল্ডউইনসভিলের (Baldwinsville) বাসিন্দা। জানা গেছে, ৮ মাস বয়সী ওই শিশুটিকে ফাইজারের ভ্যাকসিন (Pfizer Covid-19 vaccine) দেওয়া হয়েছে। তাঁর বাবা-মায়ের সম্মতিতেই তাকে ভ্যাকসিন দিয়েছেন চিকিৎসকরা। ভ্যাকসিনের দু’টি ডোজ নেয়ার পর এখন পর্যন্ত ওই শিশুর শরীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া (side effects) দেখা যায়নি। শুধু তাই নয়, ভ্যাকসিন নেওয়ার পর সে নিশ্চিন্তে ঘুমাচ্ছে এবং পুরোপুরি স্বাভাবিক আছে।
ইউপিস্টেটের পেডিয়াট্রিক এবং সংক্রামক রোগের চিকিৎসক ডা. জোসেফ ডোমাশোস্কে (Dr. Joseph Domashowske) জানিয়েছেন, এনজো কোলামিনের বয়স পুরোপুরি ৮ মাস হওয়ার তিন সপ্তাহ আগেই তাকে ফাইজার ভ্যাকসিনের প্রথম ডোজটি দেওয়া হয়েছিল। বুধবার তাকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হল।
তাকে ৩ মাইকোগ্রামরে ডোজ দেওয়া হয়েছে। যদি এতে ঠিকঠাক কাজ না হয় তবে ডাক্তারেরা এটা বাড়িয়ে ১০ মাইকোগ্রামও করতে পারেন।