আজও ঊর্ধ্বমুখী পেট্রোলের দাম ! এ নিয়ে মে মাসে ১৪ বার বাড়লো জ্বালানির দাম

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: আবারও উর্ধমুখী পেট্রোল সহ জ্বালানির দাম । মে মাসে এই নিয়ে ১৪ বার বাড়লো তেলের দাম । করোনা ,ইয়াসের জেরে আর্থিক সংকটের মুখে সাধারণ মানুষ । তার মাঝে এইভাবে প্রতিদিন তেলের দাম বাড়ার ফলে কপালে ভাঁজ বাইকারোহী সহ সাধারণ মানুষদের ।

কলকাতায় আজ ফের বাড়লো তেলের দাম । পেট্রোলের দাম লিটার প্রতি ২৫ পয়সা বেড়ে হয়েছে ৯৩ টাকা ৭২ পয়সা । অন্যদিকে ডিজেলের দাম লিটার প্রতি ৩০ পয়সা বেড়ে হয়েছে ৮৭ টাকা ৪৬ পয়সা ।

মঙ্গলবার জ্বালানির দাম রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছিল । মাঝে বুধবার বাড়েনি দাম । আজ আবার দাম বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছল ।

ইতিমধ্যেই মধ্যপ্রদেশের ভোপালে পেট্রোলের দাম ১০০ ছাড়িয়েছে । মুম্বাইতে ১০০ টাকার থেকে ৬ পয়সা কম পেট্রোলের দাম । অন্যদিকে জয়পুরে আজই পেট্রোলের দাম ১০০ ছুঁয়েছে ।

আজ দিল্লিতে পেট্রোলের দাম ৯৩ টাকা ৬৮ পয়সা । যা কলকাতার তুলনায় একটু কম । ডিজেলের দাম ৮৪ টাকা ৬১ পয়সা ।

মে মাসে এখনও বাকি রয়েছে কিছু দিন । আগামীতে কী আরও বাড়বে জ্বালানির দাম? এখন শুধু তাই দেখার ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *