নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: শোকের ছায়া ভারতীয় ক্রিকেট মহলে। মহম্মদ সিরাজের পর এবার পিতৃহীন হলেন টিম ইন্ডিয়ার পেসার ভুবনেশ্বর কুমার । ক্যানসারে মৃত্যু হল টিম ইন্ডিয়ার পেসারের বাবা কিরণ পাল সিংয়ের । কঠিন পরিস্থিতিতে সদ্য পিতৃহারা ভুবির পাশে দাঁড়িয়েছেন তাঁর সতীর্থরা।
ভুবনেশ্বর কুমারের বাবার মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৩ বছর। পারিবারিক সূত্রে খবর, গত বছরের সেপ্টেম্বর মাসে কিরণ পাল সিংহের ক্যান্সার ধরা পড়েছিল। গত বছর আইপিএল চলাকালীন সানরাইজার্স হায়দরাবাদ শিবির ছেড়ে সংযুক্ত আরব আমিরশাহি থেকে দেশে ফিরে এসেছিলেন ভুবি। ফ্র্যাঞ্চাইজির তরফে সংবাদমাধ্যমকে শুধু জানানো হয়েছিল যে, ব্যক্তিগত কারণে দেশে ফিরেছেন ভুবি। মনে করা হচ্ছে, বাবার শারীরিক অবস্থার অবনতি হওয়াতেই সেই সময় দেশে ফিরে এসেছিলেন উত্তরপ্রদেশের ডানহাতি পেসার।
ভুবনেশ্বের কুমার এই মুহূর্তে বাড়িতেই আছেন। সদ্য ইংল্যান্ডে টেস্ট সিরিজ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য যে ভারতীয় দল ঘোষণা করা হয়েছে, তাতে সুযোগ পাননি ভুবি। তবে, শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন সীমিত ওভারের সিরিজে খেলার কথা তাঁর। সেই সফরের আগেই পিতৃহারা হলেন টিম ইন্ডিয়ার পেসার। কিরণ পাল সিংয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সুরেশ রায়না, প্রবীণ কুমারের মতো প্রাক্তন ক্রিকেটাররা। প্রসঙ্গত, এর আগে অস্ট্রেলিয়া সফর চলাকালীন নিজের বাবাকে হারিয়েছিলেন টিম ইন্ডিয়ার আরেক পেসার মহম্মদ সিরাজ।