নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে বিবেক ওবেরয় অভিনীত নরেন্দ্র মোদির বায়োপিক। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মানুষের কাছে পৌঁছবে ‘প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি’ ছবিটি। নির্মাণ কাজ বহু আগে শেষ হলেও নানা কারণে এতদিন মুক্তি পায়নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনীভিত্তিক এই ছবিটি।ছবির পোস্টারে ইতিমধ্যেই নরেন্দ্র মোদির বেশ দেখা গিয়েছে বিবেককে। বেশ অচেনাই দেখাচ্ছে তাঁকে।
বায়োপিক প্রসঙ্গে মোদির চরিত্রে অভিনয় করা বিবেক ওবেরয় জানিয়েছেন, ‘আমাদের প্রধানমন্ত্রীর প্রতি আমার অগাধ শ্রদ্ধা আছে। সিনেমার মাধ্যমে তার গল্প বিশ্বকে জানাতে পারা আমার কাছে সম্মানের। ছবিতে মোদিজির গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়া থেকে তার ঐতিহাসিক জয় এবং শেষপর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ার যাত্রার কথা তুলে ধরা হয়েছে।’ প্রধানমন্ত্রী ৭১ তম জন্মদিনে এমএক্স প্লেয়ারে ২৩ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি।
https://www.instagram.com/tv/CT6ahgFAjbj/?utm_medium=copy_link
এদিকে ছবির পরিচালক উমঙ্গ কুমার বলেন, ‘এই ছবিটি নরেন্দ্র মোদির জীবনকে উদযাপন করার জন্য তৈরি করা হয়েছে। প্রত্যেকটি মানুষের তাঁর জীবনের গল্প জানা উচিত। আমার এই ছবি পরিচালনার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ’
প্রসঙ্গত, ২০১৯-এ মুক্তি পাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক (PM Modi Biopic)। তবে আদর্শ নির্বাচনীবিধি ভঙ্গ হতে পারে তাই ছবি মুক্তি পিছিয়ে দেওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। পরবর্তীকালে কোভিড পরিস্থিতির কারণে ছবির মুক্তি আরও পিছিয়ে যায়।