Nusrat Jahan: অবশেষে মা হলেন নুসরত জাহান, কোল আলো করে এল ফুটফুটে পুত্র সন্তান

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: সমস্ত জল্পনার অবসান। অবশেষে খুশির আলো ফুটল নুসরতের কোলে। মেঘলা আকাশের মধ্যেই পার্কস্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিলেন নুসরত জাহান। হাসপাতাল সূত্রে খবর মা ও ছেলে দুজনেই সুস্থ।

বুধবার রাত থেকেই হাসপাতালে নুসরতের পাশে ছিলেন যশ এমনকি ওটিতে তাঁর পাশেই ছিলেন যশ দাশগুপ্ত (Yash Dasgupta)।

বিগত বেশ কয়েক মাস ধরে নুসরত ও তাঁর মাতৃত্ব নিয়ে যেন ঝড় বয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রীকে জড়িয়ে কুৎসিত মন্তব্য থেকে শুরু করে, সন্তানের পিতৃপরিচয়… ট্রোলিং যেন থেমেও থামছিল না। ট্রোলিংকে সঙ্গে করেই এ দিন পৃথিবীকে প্রথম বার চেনার সুযোগ পেল নুসরতের ওই একরত্তি। পিতৃ পরিচয়? নুসরতের সন্তান– এই পরিচয়েই শিরোনাম দখন করল সেই ক্ষুদে।

খুশিতে ভাসছে নুসরতের পরিবার। ইতিমধ্যেই হাসপাতালে এসে হাজির হয়েছেন নুসরত জাহানের পরিবার। ভিতরে রয়েছে যশ দাশগুপ্তের পরিবারে সবাই ও। সূত্রের খবর, টলিউডের বন্ধুরাও শুভেচ্ছা জানাতে আসবেন নুসরতকে।

গত বুধবার নুসরতের সন্তানকে নিয়ে প্রথমবার কথা বলেছেন যশ। জানিয়েছিলেন তিনি শুভক্ষণের অপেক্ষায় আছেন। অভিনেতার কথায়,’আমি আমার ব্যক্তিগত জীবন শেয়ার করি না। তবে এটুকু বলতে পারি, এটা ভালো খবর। আমি শুভক্ষণের অপেক্ষায় রয়েছি।’ অবশেষে নতুন অতিথির আগমনে যশরতের অপেক্ষার অবসান, মনে খুশির হাওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *