নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: বৃহস্পতিবার দুপুরে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সাংসদ-অভিনেত্রী নুসরাত জাহান (Nusrat Jahan)। কলকাতার পার্কস্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে জন্ম নিয়েছে নুসরাতের প্রথম সন্তান। সেই বিশেষ মুহূর্তে নুসরাতের পাশেই থেকেছেন যশ (Yash Dasgupta)। এমনকি যে সময়ে সি-সেকশন মারফত নুসরাতের গর্ভজাত শিশুটিকে প্রথম পৃথিবীতে আনেন চিকিৎসকেরা, সেসময়ও নাকি হাসপাতালে ওটিতেই উপস্থিত ছিলেন যশ দাশগুপ্ত! তবে এখনও পর্যন্ত নিজের সন্তানের পিতৃ পরিচয় নিয়ে মুখ খোলেননি নুসরত। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন ,নুসরত কী রাখবেন তাঁর ছেলের নাম? অবশেষে প্রকাশ্যে এল টলিপাড়ার নতুন স্টারকিডের (Star Kid) নাম।
নুসরাত তার সন্তানের নাম রেখেছেন ঈশান (Yishaan)। নামের আদ্যক্ষরটি যশের নাম থেকেই নেওয়া। অতএব নুসরাতের সন্তানের নাম যে যশের নামের অনুসারেই রাখা হয়েছে, সে সম্পর্কে নেটিজেনদের আর কোনও সন্দেহ নেই। যদিও যশের নামে নামকরণ হলেও সন্তানকে নিজের পরিচয়েই পরিচিত করে তুলতে চান নুসরাত জাহান। তাই সন্তানের জন্মের পরেও কার্যত বাবা হিসেবে যশের নামটি প্রকাশ করেননি তিনি।
নুসরতের শেয়ার করা প্রতিটা ছবি ও ভিডিয়োতে ট্রোল করেন বহু নেটিজেন। তবে এত কটাক্ষ, নেগেটিভিটির মধ্যে বহু নেটাগরিক সমর্থনের হাতও বাড়িয়ে দেন নায়িকার দিকে। তাঁদের মতে, ‘স্বাধীন নারী’ কিংবা ‘সিঙ্গেল মাদার’ হওয়ার সবচেয়ে শক্তিশালী উদারণ নুসরত জাহান।
উল্লেখ্য, নুসরাতের পুত্র সন্তানের আগমনের খুশিতে সাড়া দিয়েছে গোটা টলিউড। টলিউডের তাবড় তাবড় তারকা থেকে শুরু করে বিশিষ্ট রাজনীতিবিদেরাও সোশ্যাল মিডিয়াতে মা এবং শিশুর প্রতি শুভকামনা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তারকা সাংসদ নুসরাতকে শুভকামনা জানিয়ে টুইট বার্তায় লিখেছেন, “অভিনন্দন, অনেক অভিনন্দন”।