অবশেষে ভারতে লঞ্চ হল ‘Pubg New State’, কিভাবে ডাউনলোড করবেন জেনে নিন…

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ভারতে লঞ্চ হল PUBG NEW STATE । আজ থেকেই ভারত সহ বিশ্বের ২০০ টি দেশে অফিসিয়ালি লঞ্চ হল PUBG Mobile ও Battelgrouns Mobile India গেমের উত্তরসূরি Pubg New State । ইতিমধ্যেই নির্বাচিত কিছু দেশে এই গেমের টিজার প্রকাশ করেছে ডেভেলপার Krafton। 11 নভেম্বর, বৃহস্পতিবার থেকেই Android গ্রাহকরা নিজের ফোনে খেলতে পারবেন PUBG New State।

কিভাবে ডাউনলোড করবেন Pubg New State?

Apple App Store ও Google Play Store থেকে ডাউনলোড করা যাবে PUBG New State। বিশ্বব্যাপী 200-র বেশি দেশ থেকে এই গেম ডাউনলোড করা যাবে। Krafton-এর তরফ থেকে জানানো হয়েছে, মোট ১৭ টি ভাষায় সম্পূর্ণ বিনামূল্যে খেলা যাবে PUBG New State। Krafton এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে সব গ্রাহক এই গেমে প্রি-রেজিস্টার করেছেন, তাঁদের জন্য আকর্ষণীয় পুরস্কার নিয়ে হাজির হবে Krafton।

PUBG Studios এই গেম তৈরি করেছে। Krafton-এর পক্ষ থেকে জানানো হয়েছে, 2051 সালের প্রেক্ষাপটে PUBG New State-এর গেম প্লে ডিজাইন করা হয়েছে। PUBG Mobile ও Battlegrounds Mobile India গেমের মতোই ব্যাটেল রয়্যাল গেম PUBG New State।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *