অবশেষে বুধবার থেকেই খুলছে তাড়াপীঠের মন্দির,থাকছে নানা বিধিনিষেধ

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: টানা একমাস লকডাউনের ফলে রাজ্যে কমেছে করোনার সংক্রমণের হার । যেখানে লকডাউন করার আগে দৈনিক সংক্রমণ ছিল ২০ হাজার ,লকডাউনের ফলে সেই দৈনিক সংক্রমণের সংখ্যা নেমে এসেছে ৪ হাজারের একটু বেশি । স্বাভাবিক ভাবেই ছন্দে ফিরছে বাংলা । আর তাই আগামী ১৬ জুন থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হচ্ছে বীরভূমের তারাপীঠের মন্দির । সোমবার এমনটাই জানানো হয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে। তবে জারি থাকবে করোনা সংক্রান্ত একাধিক বিধিনিষেধ।

একনজরে দেখে নিন কি কি নিষেধাজ্ঞা জারি করেছে মন্দির কর্তৃপক্ষ

■ মায়ের বিগ্রহ কোনো পুণ্যার্থী স্পর্শ করতে পারবেন না ।

■ মন্দিরের গর্ভগৃহে কোনো পুণ্যার্থী ছবি তুলতে পারবেন না ।

■ মন্দিরে আগত সকলকে করোনা বিধি মেনে প্রবেশ করতে হবে ।

■ মন্দিরে প্রবেশে মাস্ক ও সানিটাইজার আবশ্যক ।

দীর্ঘদিন মন্দির বন্ধ থাকায় ভক্তরা যেমন মায়ের দর্শন করতে পারছিলেন না, তেমনই স্থানীয় ব্যবসায়ীদের বিক্রিও কমে গিয়েছিল অনেকটাই। তবে মন্দির খোলার খবর পাওয়া মাত্রই খুশিতে মেতে উঠেছেন পুণ্যার্থী সহ আশেপাশের ব্যবসায়ীরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *