নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: ফের একবারের জন্য ফিরহাদ হাকিমকেই কলকাতা পুরসভার মেয়র করলো তৃনমুল। বৃহস্পতিবার মহারাষ্ট্র নিবাসে দলের রাজ্য সম্পাদক সুব্রত বক্সি মেয়র (Mayor) হিসেবে ফিরহাদের নাম ঘোষণা করেন। এরপর সকলের সমর্থন আছে কি না জানতে চান। একই প্রশ্ন করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও। সকলেই সমর্থন জানান। এরপরই আনুষ্ঠানিক সিলমোহর পড়ে ফিরহাদ হাকিমের মেয়র পদে।
ডেপুটি মেয়র পদেও আনা হল অতীন ঘোষকে (Atin Ghosh)। এর আগেও এই দায়িত্ব সামলেছেন তিনি। ১৩ জন হচ্ছেন মেয়র পারিষদ। পুরসভার চেয়ারপার্সন থাকছেন মালা রায়।
মহারাষ্ট্র নিবাসে এদিনের বৈঠকে মমতা ব্যানার্জি কাউন্সিলরদের প্রতি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, ‘আমরা যত জিতব তত নম্র হতে হবে। অহংকার করলে চলবে না।’ একইসঙ্গে তিনি বলেন, ‘কথা কম কাজ বেশি। যত না কাজ করি তার চেয়ে বেশি বিবৃতি দিই। এটা করলে চলবে না। এগুলো BJP-কংগ্রেস-CPIM-এর অভ্যাস। সকাল থেকে রাত পর্যন্ত বিবৃতি দিয়ে কুৎসা রটায়। তা করলে চলবে না। মানুষের কাজ করতে হবে। মাটির দিকে তাকিয়ে মাটির কথা চিন্তা করাটা দরকার।’
এদিন ১৩ জন মেয়র পারিষদের (MIC) নামও ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো। নতুন চারজন এসেছেন এই দায়িত্বে। তালিকায় রয়েছেন…
■ দেবাশিস কুমার
■ দেবব্রত মজুমদার
■ তারক সিং
■ স্বপন সমাদ্দার
■ সন্দীপ রঞ্জন বক্সি
■ আমিরুদ্দিন ববি
■ মিতালী বন্দ্যোপাধ্যায়
■ সন্দীপন সাহা
■ অভিজিৎ মুখোপাধ্যায়
■ রাম পেয়ারে রাম
■ জীবন সাহা
■ বৈশ্বানর চট্টোপাধ্যায়
এদিন দায়িত্বগ্রহণের পর ফিরহাদ হাকিম বলেন, ‘দিদি ফের একবার আমার উপর আস্থা রেখেছেন, আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি আমৃত্যু তাঁর আস্থা অটুট রাখার চেষ্টা করব। আমি তাঁকে প্রণাম করেছি। দিদি বললেন, ভালো করে কাজ কর। দলনেত্রীর এই বিশ্বাস রাখব।’