নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: মর্মান্তিক! ফের এক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন সুশান্ত সিং রাজপুতের পরিবারের ৫ সদস্যের। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সুশান্ত সিং রাজপুতের জামাইবাবু লালজিৎ সিংয়েরও। যিনি হরিয়ানা পুলিশের এডিজি পদে কর্মরত ছিলেন। মৃত্যু হয়েছে সুশান্তের দুই ভাগ্নেরও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহারের লক্ষ্মীসরাই জেলায় ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন তাঁরা।
পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টা ১৫ নাগাদ একটি টাটা সুমো গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি লরির। এই সুমো গাড়িতেই ছিলেন সুশান্ত সিং রাজপুতের আত্মীয়রা। জানা গিয়েছে, পরিবারের ৫ সদস্য ছাড়াও দুর্ঘটনাস্থলে মৃত্যু হয় গাড়ি চালকের। আরও ৪ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি । সূত্রের খবর অনুযায়ী, এদিন পরিবারের এক সদস্যের শেষকৃত্যে অংশ নিতেই পাটনা গিয়েছিলেন তাঁরা। ফেরার পথেই ঘটে এই দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে বিহারের লখিসরাই জেলায়।
অন্যদিকে সুশান্তের মৃত্যুর এক বছর কেটে গেলেও এখনও তাঁর মৃত্যুর ধোঁয়াশা কাটেনি। ১৪ জুন, ২০২০-তে বান্দ্রায় সুশান্তের দেহ উদ্ধার হয়। মুম্বই পুলিশ সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করে। এরপর এই ঘটনায় অনেক জল বয়ে গেলেও সুবিচার এখনও মেলেনি।