নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: নারদ মামলায় নিজেরা এগিয়ে গিয়েও পিছু হঠল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই । সুপ্রিম কোর্টে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিল নিজেরাই। মঙ্গলবার দুপুরে শীর্ষ আদালতের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি শুরু হতেই কঠিন কঠিন প্রশ্নের মুখে পড়েন সিবিআই আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা। আদালত সূত্রে জানা গিয়েছে, শুক্রবার পর্যন্ত মামলা মুলতবি করার আর্জি জানিয়েছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। পাল্টা সওয়াল করার জন্য ৫ মিনিট চেয়ে নেন চেয়ে নেন তৃণমূলের নেতাদের পক্ষের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি।
এরপর সুপ্রিম কোর্ট তুষার মেহতাকে বলেন, হয় আপনি মামলা প্রত্যাহার করুন। না হলে আমাদের আমাদের অন্য দিকটি দেখতে হবে। অনেক প্রশ্নের যুক্তিপূর্ণ উত্তর দিতে না পেরে কিছুক্ষণ পর সলিসিটর তুষার মেহতা জানিয়ে দেন, সুপ্রিম কোর্ট থেকে মামলাটি প্রত্যাহার করতে চান।
এখন নিয়ম মাফিক হাইকোর্টের পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চেই ফিরছে নারদ শুনানি। নারদ মামলার জন্য গঠিত সেই পাঁচ সদস্যের বেঞ্চের রায়ই চূড়ান্ত হবে।