জামিনে মুক্তি পেলেন নারদাকাণ্ডে অভিযুক্ত ফিরহাদ হাকিম সহ অন্যান্য চারজন

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: দীর্ঘক্ষনের শুনানির পর অবশেষে জামিনে ছাড়া পেলেন নারদকাণ্ডে অভিযুক্ত রাজ্যের দুই মন্ত্রী সহ একজন বিধায়ক । একই সঙ্গে মুক্তি পেলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভনদেব চট্টোপাধ্যায় ।  নারদ মামলায় সুব্রত, ফিরহাদ, মদন, শোভনের জামিনের আর্জি মঞ্জুর আদালতে। সিবিআইয়ের জেল হেফাজতের আর্জি খারিজ করল আদালত ।ব্যাক্তিগত ৫০ হাজার টাকার বন্ডে এই জামিন মঞ্জুর হয়েছে ।

নারদ মামলায় B গ্রেফতার হওয়া রাজ্যের দুই বর্তমান মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়, এবং প্রাক্তন মন্ত্রী মদন ও শোভন চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি চলে ব্যাঙ্কশাল আদালতে। তৃণমূলের নেতাদের হয়ে এ দিন মিত্রর আদালতে সওয়াল করেন তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ভার্চুয়ালি মামলা চলাকালীন সিবিআই-এর আইনজীবী চার নেতাকে হেফাজতে নেওয়ার আবেদন জানান। পালটা সিবিআই আদালতের বিচারক অনুপম মুখোপাধ্যায় সিবিআই-এর কাছে জানতে চান, চার্জশিট যখন জমা পড়ে গিয়েছে তখন কেন গ্রেফতার করা হল? অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অন্তর্বর্তী জামিনে ছাড়া পেলেন রাজ্যের চার হেভিওয়েট রাজনীতিক ।

প্রসঙ্গত,নারদা মামলায় সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায় সহ পাঁচ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ সিবিআইয়ের। চার্জশিট পেশ এসএমএইচ মির্জার নামেও। সকালেই তাদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে । খবর পেয়েই নিজাম প্যালেসে ছুটে যান খোদ মমতা ব্যানার্জি । দীর্ঘ ছয় ঘন্টা বসে থাকেন সিবিআই এর ডিআইজির ঘরের সামনে । সেখান থেকে বেরিয়ে সোজা তার কনভয় রওনা দেয় নবান্নের উদ্দেশ্যে । গ্রেফতারের বিষয়ে সাংবাদিক দের সামনে  মুখ না খুললেও , নিজাম প্যালেস থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন ,”এবিষয়ে আদালত রায় দেবে,আমার কিছু বলার নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *