কলকাতা: ৬ জানুয়ারি থেকে ১২ই জানুয়ারি পর্যন্ত আর কাঁপানো ঠান্ডা অর্থাৎ শৈত্য প্রবাহ চলবে বঙ্গে। ধেয়ে আসছে বলয় পাহাড়ি নামে পার্বত্য অঞ্চলের কনকনে ঠান্ডা। গোটা দক্ষিণবঙ্গ জুড়েই বলয় পাহাড়ি নামে পার্বত্য অঞ্চলের কনকনে ঠান্ডা বঙ্গবাসীকে সমস্যায় ফেলবে বলে ধারণা। কলকাতা হাওয়া অফিস হচ্ছে এমনটাই খবর। এমনিতেই রাজ্যজুড়ে চলছে শৈত্য প্রবাহ। ঠান্ডায় জুবুথুবু বাংলা। সন্ধ্যার পর থেকেই বিভিন্ন জায়গায় পদ ঘাট যেন শুনশান।
রাস্তার ধারে আগুন পোহাতে ব্যস্ত সাধারণ মানুষ। তারই মধ্যে নতুন বছরে ধেয়ে আসছে বলয় পাহাড়ি। আরো হাল কাঁপানো ঠান্ডা পড়বে নতুন বছরের প্রথম সপ্তাহের শেষের দিকে। চলবে প্রায় এক সপ্তাহব্যাপী। বলা যেতেই পারে রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি গাঙ্গেয় উপকূলবর্তী অঞ্চলে শীতের প্রভাব আরো বাড়বে বলে, হাওয়া অফিস সূত্রে খবর।
