করোনার ওষুধ মজুত করার অভিযোগে দিল্লি হাই কোর্টের ভর্ৎসনার মুখে গৌতম গম্ভীর

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল:করোনার দ্বিতীয় ঢেউয়ে গোটা বিশ্বে ভারতেই আক্রান্তের হার সবচেয়ে বেশি । ঠিকমতো মিলছে করোনার টিকা বা ওষুধ ।এরই মাঝে সাংসদ, রাজনৈতিক নেতাদের করোনার ওষুধ মজুত করা নিয়ে ফের কঠোর অবস্থান নিল দিল্লি হাই কোর্ট (Delhi High Court)। ওষুধের জন্য সাধারণ মানুষ যখন হাহাকার করছেন, তখন রাজনৈতিক নেতাদের ওষুধ মজুত করে রাখার কোনও অধিকার নেই বলে মন্তব্য করেন বিচারপতি বিপিন সাংঘি এবং জসমিত সিং।

গৌতম গম্ভীরের নামে অভিযোগ ওঠে তিনি নাকি “ফ্যাবিফ্লু” নামক ওষুধটি প্রচুর পরিমানে মজুত করেছেন । যদিও গৌতম গম্ভীর নাকি তাঁর সংসদীয় এলাকায় বিনামূল্যে এই ওষুধ বিতরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। চিকিৎসক দীপক সিং আদালতে গৌতম গম্ভীরের নামে মামলা করেন । পরে আদালত জানতে চায়,এত ওষুধ মজুত রাখার কোনো লাইসেন্স তার আছে কী না । আদালত নির্দেশ দেয় মানুষের জন্য ওষুধের ব্যবস্থা করতে হলে ডিরেক্টর জেনারেল অফ হেল্থ সার্ভিসে ওষুধ জমা করুন । হেলথ সার্ভিস নিজেরাই সেই ওষুধ সাধারণ মানুষের সেবায় কাজে লাগবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *