
কলকাতা: গোলকিপার গিল কে বসিয়ে পেনাল্টি শ্যুট আউটের সময় দেবজিৎ সরকার কে নামানো র সিদ্ধান্ত একরকম জোরপূর্বক চাপানো হয়েছিলো ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার ব্রজোর ওপর, আর শিল্ড হাতছাড়া হওয়ার পর থেকেই হেড কোচ অস্কার এবং গোল কিপিং কোচ সন্দীপ নন্দীর মনোমালিন্য প্রকাশ্যে আসতে থাকে।সূত্র মারফত অস্কার ম্যাচ হারার সমস্ত দোষ সন্দীপের ওপর চাপাতে চাই।
আজ সকাল অর্থাৎ ২০-ই অক্টোবর সোমবার সকালে ইস্টবেঙ্গল টিম সুপার কাপ খেলার উদ্দেশ্যে গোয়ায় রওনা দেয় অগ্রিম প্রস্তুতি শুরু করার জন্য, সুপার কাপে একই গ্রুপে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান। সূত্র মারফত খবর অনুযায়ী গোয়া পৌছানোর পরই নতুন করে অশান্তি শুরু হতে থাকে হেড কোচ অস্কাট এবং গোল কিপার কোচ সন্দীপের সাথে এবং সেই থেকেই সন্দীপ বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। তবে উভয় তরফ এবং ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি।