আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: আজ অর্থাৎ ২ এপ্রিল থেকে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা। দীর্ঘ ২ বছর পর অফলাইনে পরীক্ষা দেবে পরিক্ষার্থীরা। সমস্ত করোনা বিধি বিবেচনা করে এবছর হোম সেন্টারেই হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। আগামী ২৭ এপ্রিল ওই পরীক্ষা শেষ হবে।

এদিন পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর টুইট, “যেসব পড়ুয়ারা আজ উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসছে তাদের সকলকে শুভেচ্ছা জানাই। লক্ষ্যস্থির রাখতে হবে। মাথা ঠান্ডা রেখো। সাফল্য মিলবেই। এদিনের বৃহৎ কর্মযজ্ঞ যাতে সাফল্য পায় সেজন্য সকলে সহযোগিতা করুন।”

এদিন First Language এর পরীক্ষা রয়েছে। উচ্চমাধ্যমিকের দ্বিতীয় দিনের পরীক্ষা আগামী ৪ এপ্রিল। ওইদিন Second Language Paper -এর পরীক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *