নদীয়া: কয়েক সপ্তাহের মাথায় আবারো ভয়াবহ পথ দুর্ঘটনা নদিয়ায়। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রী বোঝাই লোকাল বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শিশুর, আহত একাধিক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ফুলিয়া বেলঘড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৩৪ নম্বর জাতীয় সড়কে।

এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে রানাঘাট ও শান্তিপুর স্টেট জেলারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


জানা যায় কৃষ্ণনগর রানাঘাট গামী একটি লোকাল বাস শান্তিপুরের দিকে যাচ্ছিল ঠিক তখনই শান্তিপুর ফুলিয়া বেলঘড়িয়া একনম্বর পঞ্চায়েতের ৩৪ নম্বর জাতীয় সড়কের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এলাকা স্থানীয়দের দাবি বাসটি অতি দ্রুত গতিতে আসছিল। রাস্তা খারাপ থাকার কারণে চালকের ভুলের কারণে নিয়ন্ত্রণ হারায় এর পরেই পাল্টি খায়।

ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার বিশাল পুলিশবাহিনী এছাড়াও ঘটনাস্থল পরিদর্শনে আসে শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। নদীয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব।