নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: অবশেষে দীর্ঘ অপেক্ষার পর মিলল স্বস্তি! রাজ্যজুড়ে প্রবল তাপপ্রবাহ কাটিয়ে দেখা মিলল কালবৈশাখী ঝড়ের। ঝড়ের সঙ্গে চলবে মাঝারি থেকে ভারি বৃষ্টি।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সকালে রোদ থাকলেও সন্ধ্যার পর থেকে কলকাতায় ঝোড়ো হাওয়া বইবে। সঙ্গে চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আগামী ৪ মে পর্যন্ত এমনই আবহাওয়া বজায় থাকবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শনিবার ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় ৬৪ কিলোমিটার। যার ফলে অনেকটাই কমেছে তাপপ্রবাহ।
আগামী ৫ দিন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে ঝড়েরও সম্ভবনা রয়েছে নদীয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বীরভূম,হুগলি, পুরুলিয়ার মতো জেলাগুলোতে।
আবহাওয়ার বদলে আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা কমবে ২ ডিগ্রি থেকে ৪ ডিগ্রি।