ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘যশ’। ঝড়ের সময় কী করবেন আর কী করবেন না ,দেখে নিন

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: গত বছর তান্ডব চালিয়েছিল আমফান । এই বছর আরও এক ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে পশ্চিমবঙ্গ সহ ওড়িশার উপকূল বরাবর । গত বছর আমফানের ফলে ভেঙে পড়েছিল বাড়িঘর সহ বিদ্যুৎএর খুঁটি ।বেশ কয়েকদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন পরিস্থিতিতে দিন কাটাতে হয়েছিল আমজনতাকে। এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘যশ’। তার দাপটে কি ফের চাঙ্গা হবে আমফানের স্মৃতি, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চতুর্দিকে। এই পরিস্থিতিতে প্রয়োজন আগাম সতর্কতার। ঘূর্ণিঝড় ‘যশ’ আসার আগে জেনে নিন কী করবেন আর ভুলেও কী করবেন না।

★★এখন কথা হচ্ছে ঘূর্ণিঝড় পরিস্থিতিতে আপনি কি করবেন ।

■ প্রথমত কোনো প্রকার গুজবে কান দেবেন না । সবসময় সংবাদমাধ্যমে নজর রাখুন,ঘূর্ণিঝড়ের সমস্ত আপডেট নিন সংবাদমাধ্যম থেকে ।

■ নিজের বাড়ি যদি কাঁচা হয়,চেষ্টা করুন কোনো নিরাপদ স্থানে চলে যেতে । প্রয়োজনে প্রশাসনের সহায়তা নিন ।

■ নিজের মোবাইল ফোনে চার্জ দিয়ে রাখুন ।পাওয়ার ব্যাংকে চার্জ দিয়ে রাখুন । ঝড়ের সময় বাড়ির সমস্ত ইলেকট্রিক লাইন খুলে রাখুন ।

■ আপনাদের যেমন ঝড়ের মোকাবিলা করতে হবে,ঠিক তেমনই আপনাদের মাথায় রাখতে হবে করোনা অতিমারীর থেকেও সকলকে বাঁচতে হবে । যতটা সম্ভব সামাজিক দূরত্ব বজায় রাখুন । সকলে মাস্ক ব্যাবহার করুন ।

■ নিজের মূল্যবান নথিপত্র গুছিয়ে রাখুন ।টর্চ মোমবাতি হাতের কাছে রাখুন ।

★★ ঘূর্ণিঝড়ের সময় কী করবেন না

■ ঝড়ের সময় ভুল করেও বাড়ি থেকে বেরোবেন না ।অযথা আতঙ্কিত হয়ে মানসিক চাপ বাড়াবেন না ।

■ মৎস্যজীবীরা আবহাওয়া দফতরের কথাকে অমান্য করবেন না । যথা সময়ে নিজের বাড়িতে ফিরে আসতে বলা হচ্ছে মৎস্যজীবীদের ।

■ গৃহপালিত পশুদের ঘরে বেঁধে রাখুন ।

উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,যশ মোকাবিলায় তিনি নিজে উপস্থিত থাকবেন কন্ট্রোল রুমে । প্রয়োজনে রাজ্য সরকার এবং বিদ্যুৎ দপ্তরের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে ভুলবেন না। ২৫ মে থেকে হেল্পলাইন নম্বর দু’টি চালু হবে। নম্বরগুলি হল: ৮৯০০৭৯৩৫০৩ এবং ৮৯০০৭৯৩৫০৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *