“জামিন পেয়েও বেরোতে পারলাম না,আমরা খারাপ শুভেন্দু মুকুল ভালো”:মদন মিত্র

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: ঘড়ির কাঁটায় তখন রাত ১টা । নিজাম প্যালেস থেকে ফিরহাদ হাকিম,মদন মিত্রব,শোভন চট্টোপাধ্যায়ও সুব্রত মুখোপাধ্যায়কে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়ার জন্য বের হচ্ছে কেন্দীয় বাহিনী । আমরা খারাপ, শুভেন্দু আর মুকুল ভাল’ নিজাম প্যালেস থেকে বেরিয়ে এমনটাই বললেন মদন মিত্র । নারদকাণ্ডে গতকাল সারাদিন ধুন্ধুমার কাটার পর রাতে নিম্ন আদালতের জামিন মঞ্জুরকে স্থগিতাদেশ দিয়ে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় হাই কোর্ট । সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী দ্বারা বেষ্টিত গাড়ি করে নিয়ে যাওয়া হয় তাদের প্রেসিডেন্সি জেলে ।

সোমবার রাতে সিবিআই দফতর থেকে বেরিয়ে মদন মিত্র মন্তব্য করেন, ‘জামিন পেয়েছি তবু বেরোতে পারলাম না । আমরা ছাড়া শুভেন্দু আর মুকুল ভাল’। হতাশার সুরে তিনি আরও বলেন ‘আমার স্ত্রী কোভিড আক্রান্ত, সেই অবস্থাতেই আমার বাড়িতে ঢুকে পড়েছে সিবিআই’। রাত দেড়টার সময় প্রেসিডেন্সি জেলে ঢোকানো হয় তাদের । শুরু হয় বাকি কাজ । জেলের বাইরেই হাজির হন ফিরহাদ হাকিমের স্ত্রী সহ বৈশাখী বন্দ্যোপাধ্যায় । নিরাপত্তার জন্য বাইরের ব্যারিকেড লাগিয়ে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী ।

নিজাম প্যালেস থেকে বেরোনোর পথে মদন মিত্র ছাড়াও বাকি তিনজনের গলা থেকেও বেরিয়ে আসে হতাশার সুর । ফিরহাদ হাকিম মন্তব্য করেছেন ,”আইনের মধ্যে দিয়ে আমরা মুক্তি পাব”।তবে কেন তিনি জামিনে মুক্তি পেলেন না সে বিষয়েও প্রশ্ন তোলেন তিনি । আগেও বলেছি, ফের বলছি, কোনও অন্যায় করিনি। বললেন শোভন চট্টোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *