বাংলা আবাস যোজনায় নদিয়ায় বাদ পড়লো ২৪০০০ জনের নাম

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: সম্প্রতি কেন্দ্র সরকারের জিও ট্যাগিং রেটিংয়ের শীর্ষে উঠে এসেছে বাংলার আবাস যোজনার নাম। কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী,পশ্চিমবঙ্গে বাংলা আবাস যোজনার হার ৯৭.৪৫ শতাংশ।

পশ্চিমবঙ্গ কেন্দ্রের জিও ট্যাগিংয়ের শীর্ষে উঠে আসলেও ইতিমধ্যেই কয়েক হাজার নাম বাদ গিয়েছে বাংলা আবাস যোজনার তালিকা থেকে। রাজ্য প্রশাসন সূত্রে খবর, মূলত যোগ্য পরিবারগুলির হাতে তাদের প্রাপ্য তুলে দিতেই এই বাদ দেওয়ার পদক্ষেপ নিয়েছে প্রশাসন।

বাংলা আবাস যোজনায় নাম বাদ দেওয়ার তালিকায় শীর্ষে রয়েছে নদীয়া জেলা। নদিয়ায় বাংলা আবাস যোজনার তালিকায় নাম ছিল প্রায় ১ লক্ষ ৭৬ হাজার জনের। যার মধ্যে ইতিমধ্যেই বাদ গিয়েছেন ২৪০০০ জন।

রাজ্য প্রশাসনের দাবি, বাংলা আবাস যোজনায় ঘর পাওয়ার যোগ্য,অথচ তালিকায় নাম নেই! আবার তালিকায় এমন কারো নাম আছে যাদের পাকা বাড়ি রয়েছে। এই সমস্ত দিক গুলি খতিয়ে দেখতেই জেলাগুলিকে নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। একইসঙ্গে বাংলা আবাস যোজনার পার্মানেন্ট ওয়েটিং লিস্ট যত তাড়াতাড়ি সম্ভব শূণ্যে নামিয়ে আনতেও জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *