
নদিয়া: সন্ধ্যা হলেই অসংখ্য ভক্তদের হাতে জ্বলে ওঠে শত শত দ্বীপ। আর এভাবেই লক্ষ্মী পুজোর দিন থেকে ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুর চন্দ্রদয় মন্দিরে চলছে দ্বীপদান উৎসব। গোটা কার্তিক মাস ব্যাপী এই উৎসব চলবে ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুর সহ বিশ্বের সমস্ত শাখা কেন্দ্রে। একই সাথে সন্ধায় চলে দামোদর অষ্টকম মন্ত্র পাঠ। মায়াপুর ইসকনের দেশি ও বিদেশী অসংখ্য ভক্তরা সন্ধ্যা হলেই ভিড় জামায় মন্দিরে। হাতে প্রদীপ নিয়ে ভগবানের উদ্দেশ্যে আরতি করা হয়। আর এই দ্বীপদান উৎসব উপলক্ষে দামোদর মাসে হাজার হাজার দেশী ও বিদেশী ভক্তের সমাগম ঘটে কোন চত্বরে। সন্ধ্যা হলেই মন্দিরের সমস্ত লাইট নিভিয়ে দেওয়া হয়। আর তখনই সকলের হাতে জ্বলে ওঠে প্রদীপ। সকলের মনস্কামনা পূর্ণার্থে দামোদর মাসে এই দ্বীপদান করে থাকে মায়াপুর ইসকনের ভক্ত ছাড়াও অসংখ্য সাধারণ মানুষ।