ত্রিপুরার পুরভোটের আগে মোদি ম্যাজিক,প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেলেন প্রায় দেড় লক্ষ মানুষ

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: সামনেই ত্রিপুরার পুর ভোট। শুধু পুরভোট নয় একইসাথে দিন দশেক পরেই রয়েছে ত্রিপুরার নগর পঞ্চায়েতের নির্বাচন। এর আগেই ত্রিপুরা বাসীর জন্য বড়সড় উপহার নিয়ে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই ত্রিপুরার প্রায় দেড় লক্ষের বেশি বাসিন্দার হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির টাকা। মনে করা হচ্ছে ত্রিপুরায় নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্যই প্রধানমন্ত্রীর এই কৌশল।

ত্রিপুরার পুরভোটের আগে রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ত্রিপুরা বাসীকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী নিজে। প্রধানমন্ত্রী দফতর সূত্রে জানা গেছে এই যোজনায় মোট ৭০০ কোটি টাকা পেয়েছেন ত্রিপুরাবাসী।

এদিন ভিডিও কনফারেন্সে মোদী বলেন,’আজ ত্রিপুরা এবং গোটা উত্তরপূর্ব ভারতে বদলের হাওয়া বইছে। আজ প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়ার মাধ্যমে ত্রিপুরার স্বপ্নকে নতুন দিশা দেওয়া হল।’ একইসাথে এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ভূয়সী প্রশংসা করে মোদি বলেন,’ আমি বিপ্লব দেব এবং তার সরকারকে ধন্যবাদ জানাতে চাই। যে তারুণ্যের শক্তি দিয়ে বিপ্লব দেব কাজ করছেন,সেই তারুণ্যের শক্তি আজ গোটা ত্রিপুরায় দেখা যাচ্ছে।’

উল্লেখ্য, ইন্দিরা আবাস যোজনার নাম বদলেই প্রধানমন্ত্রী আবাস যোজনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই টাকা দেওয়া হয়। পুরভোটের আগে এইভাবে টাকা দেওয়া ভালো ভাবে দেখছেন না বিরোধীরা। অনেকেই দাবি করেছেন, এভাবে টাকা দেওয়া প্রভাব পড়তে পারে পুরভোটের উপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *