IND VS NZ WTC FINAL: সাউদাম্পটনে টসে হার ভারতের,টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিউজিল্যান্ডের

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল সাউদাম্পটনের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দিনের খেলা। প্রথম দিনের খেলা বাতিল হওয়াতে প্রত্যেকেরই চোখ ছিল দ্বিতীয় দিনের উপর । সাউদাম্পটনের আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল শুক্রবার সারাদিন বৃষ্টি হলেও শনিবারও আকাশে মেঘ থাকবে ।

তবে দ্বিতীয় দিন বৃষ্টির পূর্বাভাস থাকলেও,সাউদাম্পটনের এজিয়াস রোজ বোল স্টেডিয়ামে সকাল থেকে বৃষ্টির দেখা মেলেনি। উল্টে কিছুক্ষন পর পরই দেখা মিলছে রোদের। যার ফলে সাউদাম্পটনে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল । ভারত ইতিমধ্যেই নিজেদের একাদশ ঘোষণা করেছে । ইতিমধ্যেই হয়ে গিয়েছে ভারত ইংল্যান্ডের ম্যাচের টস । টসে হার হয়েছে ভারতের । টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ।

Leave a Reply

Your email address will not be published.