ব্যাডমিন্টনে ফের ইতিহাস, বধিরদের অলিম্পিকে সোনা জয় ভারতের ‘শ্রেয়া’র

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: গতকালের এক ঐতিহাসিক জয়ের পর ফের একবার ব্যাডমিন্টনে ভারতের সোনা জয়।ব্রাজিলে অনুষ্ঠিত এই ইভেন্টে ব্যাডমিন্টন থেকে সোনা জিতলেন পাঞ্জাবের ভাতিন্দার মেয়ে শ্রেয়া শ্রিংলা (Shreya Singla)। গতকাল থমাস কাপে ইন্দোনেশিয়াকে হারিয়ে ইতিহাস গড়েছিল ভারত।

সোনা জেতার পরে সংবাদসংস্থা এএনআইকে শ্রেয়া জানিয়েছেন, ”এটা আমার প্রথম ডেফলিম্পিক্স। আমি তার জন্য দারুণ পরিশ্রম করেছিলাম। অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়ছিল আমাকে। কিন্তু আমার মা-বাবা সবসময়ে পাশে ছিলেন। আমার কোচকেও ধন্যবাদ জানাই।”

উল্লেখ্য, ২০১৯ সালে শ্রেয়া ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন দ্বিতীয় বিশ্ব বধির (যুব) ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে। তাইওয়ানে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টের ডাবলস থেকে রুপো জিতেছিলেন শ্রেয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *