নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: অবশেষে জল্পনায় সত্যি হলো। প্রকাশ্যে এলো নুসরতের (Nusrat Jahan) সন্তানের বাবার নাম। ঈশানের (Yishaan) জন্মের শংসাপত্রে জ্বলজ্বল করছে বাবার নাম, দেবাশীষ দাশগুপ্ত (Debashish Dasgupta)
কিন্তু কে এই দেবাশিস দাশগুপ্ত? মাস কয়েক আগেই একুশের নির্বাচনের হলফনামা জমা দেওয়ার সময় যশ উল্লেখ করেছিলেন তাঁর প্রকৃত নাম, দেবাশিস দাশগুপ্ত। পুরসভার রেকর্ড অনুযায়ী, নুসরত পুত্রের পুরো নাম ঈশান জে (জাহান) দাশগুপ্ত। কলকাতা পুরসভার রেকর্ডে স্পষ্ট উল্লেখ রয়েছে নুসরতের সন্তানের বাবা, যশ দাশগুপ্তই।

কলকাতা পুরসভার ওয়েবসাইটে ঈশানের জন্মের শংসাপত্রের রেজিস্ট্রেশন নম্বর ১৬২৩। বুধবার রাতে পুরসভার স্বাস্থ্য বিভাগের জন্ম শংসাপত্রের (Birth Certificate) ওয়েবপেজ আপডেট করতেই সমস্ত তথ্য প্রকাশ্যে আসে।

মায়ের নাম নুসরত জাহান রুহি (Nusrat Jahan Ruhi), বাবা দেবাশিস দাশগুপ্ত এবং তাঁদের সন্তান ঈশান জে দাশগুপ্ত। জন্ম ২৬.০৮.২০২১। সেই সঙ্গে হাসপাতালের তথ্য।
উল্লেখ্য, নুসরতের প্রাক্তন স্বামী নিখিলের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই অভিনেতা বন্ধু যশ দাশগুপ্তের সঙ্গে বেশ ঘনিষ্টতা তৈরি হয়। একসঙ্গেই থাকছিলেন তারা। এর মধ্যে জানা যায় সন্তানসম্ভবা নুসরত। কিন্তু কে সেই সন্তানের পিতা! যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল নেটিজেন দের মধ্যে। নুসরতের প্রাক্তন স্বামী স্পষ্ট জানিয়ে দেন তার সঙ্গে বহুদিন সম্পর্ক নেই নুসরতের। এদিকে যশরত তখন সংবাদের মেন হেডলাইন। নিভৃতে ছুটি কাটানো থেকে ওটিতে প্রবেশ করা সব ক্ষেত্রেই যশ আগলে রেখেছিলেন নুসরতকে। যে জল্পনা উকি দিয়েছিল সকলের মনে তার অবসান হল।