Gandhi Jayanti 2021: গান্ধী জয়ন্তীতে ট্যুইটে গান্ধীজিকে শ্রদ্ধা জানিয়ে ফের একবার রাজ্য সরকারকে খোঁচা রাজ্যপাল জগদীপ ধনকড়ের

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: ১৫২ তম জন্মবার্ষিকীতেও গান্ধীজিকে (Gandhi Jayanti 2021) শ্রদ্ধা জানাতে গিয়ে ফের রাজ্য সরকারকে খোঁচা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। গান্ধী জয়ন্তীতে ট্যুইটে শ্রদ্ধা জানিয়ে রাজ্য সরকারকে ‘বাপুজির পাঠ’ শেখালেন রাজ্যপাল। এদিন টুইটের শুরুতেই গান্ধীজীকে শ্রদ্ধা জানান তিনি। এমনকি তাঁর অহিংস আন্দোলনের কথাও উল্লেখ করেন তিনি।

এদিন ট্যুইটে গান্ধীজিকে শ্রদ্ধা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে জগদীপ লিখেছেন,”গণতন্ত্র রক্ষায় হিংসা বন্ধ হওয়া জরুরি।’

শুধু আজ নয় রাজ্যপালের দায়িত্ব গ্রহণ করার পর থেকে রাজ্য সরকারকে সাথে নানা রকম তর্জায় জড়িয়েছেন তিনি। বিধানসভা নির্বাচনে (Assembly Election, 2021) তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে রাজভবন-নবান্ন সংঘাতের পারদ আরও চড়েছে।

একইভাবে গত বছর মহাত্মা গান্ধীর মৃত্যুদিনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। বারাকপুর গান্ধীঘাটে পুলিশ কমিশনারকে খবরের কাগজ পড়তে দেখে বিরক্ত হন রাজ্যপাল। কেন রাজ্যে একের পর এক হিংসার ঘটনা ঘটা সত্ত্বেও পুলিশ অভিযুক্তদের খুঁজে বার করতে পারছে না, তা নিয়েও প্রশ্নও তুলেছিলেন ধনখড়। বছর পেরলেও রাজ্যের সঙ্গে রাজ্যপালের সম্পর্কের যে বিশেষ উন্নতি হয়নি, তা আজকের টুইটে স্পষ্ট বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *