‘গুগল সার্চে দেশের নিকৃষ্টতম ভাষা কন্নড়’,ক্ষমা চাইলো গুগল

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: বিতর্কে জড়ালো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল । বৃহস্পতিবার গুগল সার্চ ইঞ্জিনে ঘটল এক অদ্ভুত ঘটনা । নেটিজেনদের অনেকেই দেশের নিকৃষ্টতম ভাষা কোনটি, তা জানতেই সার্চ করেছিলেন গুগলে । আর তাতেই ঘটল বিপদ! গুগল জানালো দেশের নিকৃষ্টতম ভাষা কন্নড় । যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কন্নড়ভাষীরা। তবে শেষমেশ ক্ষমা চাইতে হল গুগলকে । যা নিয়ে তীব্র নিন্দার ঝড় ওঠে দক্ষিণের রাজ্যটিতে ।

প্রাচীন সমৃদ্ধ ভাষাগুলির মধ্যে অন্যতম কন্নড় । দক্ষিণ ভারতের কর্ণাটকের অন্যতম ভাষা হল কন্নড় । সেই ভাষাকে কিভাবে নিকৃষ্টি ভাষার তকমা দেওয়া হল তা নিয়ে মার্কিন সার্চ ইঞ্জিনের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় বয়ে যায় । সাধারণ মানুষের সাথে বহু কন্নড় নেতাও এর বিরোধিতা করেন । গুগলের সিইও একজন দক্ষিণ ভারতীয় হওয়া সত্ত্বেও এমন উত্তর দেখে হতবাক হন অনেকেই ।

সাধারণ মানুষ থেকে শুরু করে দলমত নির্বিশেষে রাজনৈতিক নেতারা গুগলের সমালোচনায় মুখর হলে তড়িঘড়ি ভারতের জঘন্য ভাষা সার্চের রেজাল্ট থেকে কন্নড়ের নাম সরিয়ে দেয় সার্চ ইঞ্জিন গুগল । ভুল শুধরে ক্ষমা চেয়ে নেয় গুগল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *