নিজস্ব প্রতিবেদন: সারা রাজ্য তথা দেশ জুড়ে নতুন করে ভয় ধরাচ্ছে করোনার নতুন ভারিয়েন্ট ওমিক্রন। এই ভারিয়েন্ট যে হারে সংক্রমন ছড়াচ্ছে তা নিয়ে আশঙ্কার দিন গুনছে বিশ্বের সব দেশ। এরই মাঝে ওমিক্রনের সমস্ত ভয়কে উপেক্ষা করে শনিবার বড়দিনের সন্ধেয় কৃষ্ণনগর ক্যাথিড্রাল চার্চের ভিড় ছিল চোখে পড়ার মতো।

শুধু সন্ধ্যে নয় শনিবার দুপুর থেকেই চার্চ চত্তরে ভিড় জমিয়েছিলেন অগণিত মানুষ। তবে শুধু কৃষ্ণনগরের মানুষ নয়,দূর-দূরান্ত তথা আশপাশের বহু মানুষ এদিন সমবেত হয়েছিলেন কৃষ্ণনগর ক্যাথিড্রাল চার্চে। ভিড় দেখে মনে হয়েছিল যেন দুর্গাপূজা।


করোনা ও ওমিক্রন কে শিকেয় তুলে সকলে উৎসবে মেতে উঠেছিলেন। জনসমারোহে মানা হচ্ছিল না কোনো কোভিডবিধি। সামাজিক দূরত্ব-তো দূরেই থাক,বেশিরভাগের মুখে ছিল না মাস্ক।


ওমিক্রন আতঙ্কের মাঝে এমন জনসমারোহ নতুন করে কোনো বিপদ ডেকে আনবে না তো? অনেকের মনেই জাগছে এই প্রশ্ন! আবার অনেকে মনে করছেন উৎসব শেষে কী বাড়বে করোনা?