নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: ফের আরও একবার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে রাজ্যের বেসরকারি নার্সিংহোম গুলিকে হুঁশিয়ারি মমতা ব্যানার্জির। স্বাস্থ্যসাথী কার্ড থাকলে ফেরানো যাবে না কোনও রোগীকে, সোমবার শিলিগুড়ি থেকে বেসরকারি নার্সিংহোম গুলিকে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
এর আগেও ঘোষণা করা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বেসরকারি নার্সিংহোম গুলি স্বাস্থ্যসাথী কার্ড নিতে অস্বীকার করেছে বারংবার। গোটা রাজ্য জুড়ে এই সমস্যা তীব্র আকার ধারণ করার পর ফের একবার কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, যে সমস্ত বেসরকারি নার্সিংহোম স্বাস্থ্যসাথী কার্ড নিতে অস্বীকার করবে ,এবং তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ জমা পরে, সেই অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয়,তাহলে ওই নার্সিংহোমের লাইসেন্সও বাতিল হতে পারে। একইসাথে রাজ্য স্বাস্থ্যদফতরের হেলথ স্কিম কার্ড নিয়ে নতুন আডভাইজারী প্রকাশ করল স্বাস্থ্য দফতর অধীনস্ত স্বাস্থ্য সাথী কমিটি।
স্বাস্থ্য দফতরের তরফে বলা হয়েছে, স্বাস্থ্য সাথী কার্ডে ১৯০০ প্যাকেজ রয়েছে। রোগীর যে কোন ধরনের এই কার্ডের আওতায় চলে আসবে। তবে যদি ইমার্জেন্সি হয় ,সেক্ষেত্রে ৫ হাজার টাকা পর্যন্ত প্যাকেজ বহির্ভুত বিল হবে। কিন্তু স্বাস্থ্য সমিতি সেলের পর্যবেক্ষণ বলছে, প্যাকেজ বহির্ভুত এই টাকা নিয়ে রোগীর চিকিৎসা করছে একাধিক বেসরকারি হাসপাতাল।
অন্যদিকে সরকারি হাসপাতালগুলোর ক্ষেত্রে কোনও রোগী এলে তাঁকে ইনডোরে ভর্তি করার ক্ষেত্রে স্বাস্থ্য সাথী বা অন্যান্য স্বাস্থ্য প্রকল্পের কোনও কার্ড থাকলে তার আওতাতেও আনতে হবে।