নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: লাগাতার বৃষ্টির হাত থেকে আজ কিছুটা স্বস্তি পেলেও ফের ধেয়ে আসছে নিম্নচাপ। যার জেরে শনিবার থেকে দক্ষিনবঙ্গে প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, মায়ানমারের কাছে থাকা ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরের দিকে সরে আসছে। ফলস্বরূপ আগামী শনিবার, রবিবার ও সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভবনা গাঙ্গেও পশ্চিমবঙ্গের একাধিক জেলায়।
এখানেই শেষ নয়, আবহাওয়া দফতর আরও জানিয়েছে আরও তিনটি নিম্নচাপ অপেক্ষা করছে। যার জেরে আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টি চলতে পারে বাংলায়।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,শনিবার ঘূর্ণাবর্তটি নিম্নচাপে ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবেপপরিণত হবে। ঐদিন বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনাতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের জেরে মৎস্যজীবীদের শনিবার থেকে সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে।
তবে আজ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আগামী রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। ভারী বৃষ্টির জন্য দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। তবে আপাতত উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হবে না।