নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: হাসপাতাল থেকে বেরিয়েছিলেন খোশমেজাজে । গাইছিলেন গান । হাসপাতাল থেকে ছুটি পেয়ে যাচ্ছিলেন ভবানিপুরের বাড়িতে । কিন্তু বাড়ি পৌঁছনোর আগেই আবার অসুস্থ হয়ে পড়েন কামারহাটির এই দাপুটে বিধায়ক । কিছুদিন আগে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভর্তি হয়েছিলেন এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে । আজ ছাড়াও পেয়ে যান । আপাতত বাড়িতেই তাকে রাখা হয়েছে । দেওয়া হচ্ছে ইনহিলার ও অক্সিজেন । পরবর্তী পরিস্থিতি দেখে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে ।
পরিবার সূত্রে খবর, প্রাথমিকভাবে অক্সিমিটার দিয়ে অক্সিজেনের স্যাচুরেশন মাপা হয়েছে মদন মিত্রর। বাড়িতে সুগার পরীক্ষাও করা হয়েছে তাঁর। শারীরিক অবস্থার আরও অবনতি হলে ফের চিকিৎসকদের পরামর্শ নেওয়া হবে বলে খবর।
রবিবার বেলার দিকেই এসএসকেএম হাসপাতাল থেকে ছুটি পান কামারহাটির তৃণমূল বিধায়ক। লাল ধুতি-পাঞ্জাবি-সানগ্লাস পরে গান গাইতে গাইতে খোশমেজাজে হাসপাতাল থেকে বের হন তিনি। এমনকী, হাসপাতাল চত্বর থেকেই ফেসবুক লাইভ করে অনুগামীদের উদ্দেশে বার্তা দেন মদনবাবু। এর পর রীতিমতো নিজে হুডখোলা গাড়ি চালিয়ে মাজারে পৌঁছন। সেখানে প্রার্থনাও করেন তিনি। মাজার থেকে বেরিয়ে অনুগামীদের সঙ্গে কথা বলতে বলতেই অসুস্থবোধ করতে শুরু করেন তৃণমূল নেতা। শুরু হয় শ্বাসকষ্ট। চোখে মুখে জল দেওয়া হয় তাঁর। পরে হুডখোলা জিপ ছেড়ে শীতাতপ নিয়ন্ত্রিত একটি গাড়িতে করে ভবানীপুরের বাড়িতে পৌঁছন তৃণমূল নেতা। কিন্তু অত্যাধিক ক্লান্তি বোধ করায় ঘর অবধি পৌঁছতে পারেননি তিনি। বারান্দায় বসে পড়েন