West Bengal Election Result: পোস্টাল ব্যালটে ভবানিপুরে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, জঙ্গিপুর,সামসেরগঞ্জেও এগিয়ে তৃনমুল

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: কাকে চায় ভবাণিপুরের মানুষ? নিজের এলাকার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বিজেপির প্রিয়াঙ্কা-কে? সকাল থেকেই সরগরম রাজ্য সহ দেশের রাজনৈতিক মহল। গণনার শেষে কার মুখে হাসি ফুটবে সেটাই দেখার।

নির্বাচন কমিশন সূত্রে খবর, ভবানীপুর কেন্দ্রে পোস্টাল ব্যালটে তৃণমূল সুপ্রিমো ২ হাজার ৯৯৫ ভোটে এগিয়ে রয়েছেন। একইসাথে জঙ্গিপুর জঙ্গিপুরে প্রথম রাউন্ড গণনা শেষে ১৭১৭ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী জাকির হোসেন। সামসেরগঞ্জে ব্যালট গণনার পর ৫০০ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম।

পোস্টাল ব্যালটে যেহেতু সরকারি কর্মীরা ভোট দেন, তাই এই ভোটের সংখ্যা কম হলেও এই গণনার ফলাফল বিশেষ গুরুত্বপূর্ন। সমস্ত গঞ্জনা বঞ্চনার শেষে সকাল থেকে এখনও পর্যন্ত পোস্টাল ব্যালটে তিন কেন্দ্রেই এগিয়ে তৃনমুল কংগ্রেস। গত বিধানসভা নির্বাচনেও দেখা গিয়েছিল যে পোস্টাল ব্যালট গণনায় বিপুল এগিয়ে ছিল তৃণমূল। এ বারও সেই প্রবণতার ব্যাঘাট ঘটছে না। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার। রাজ্য সরকারের সর্বাধিনায়িকার সঙ্গেই রয়েছেন সরকারি কর্মীরা।

যদিও ৩ কেন্দ্রেই পোস্টার ব্যালট শেষে ইভিএম-এর গণনা এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। ভবানীপুরে মোট ২১ রাউন্ড গণনা হবে বলে খবর। সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে ২৪ রাউন্ড ভোটগণনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *