“মারব এখানে লাশ পড়বে শ্মশানে…”সংলাপের জেরে জন্মদিনেও পুলিশি জেরের মুখে মিঠুন

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: ৭০ পেরিয়ে ৭১-এ পা দিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী । কিন্তু অভিনেতার এবছরের জন্মদিনের শুরুটা মোটেও ভালো হল না ।২০২১ এর ভোটপ্রচারে গিয়ে “মারব এখানে লাশ পড়বে শ্মশানে…”, সিনেমার এই বিখ্যাত ডায়গল ব্যবহার করেই বিড়ম্বনায় পড়তে হয়েছিল তাঁকে। এদিন কলকাতা পুলিশ তাকে এব্যাপারে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ করলো।

রাজ্য জুড়ে হিংসা ছড়ানোর ও শান্তি বিঘ্নিত করার অভিযোগে মানিকতলা থানায় অভিযোগ জমা পড়ে ‘মহাগুরু’র বিরুদ্ধে। ভারতীয় দন্ডবিধির ১৫৩(এ), ৫০৪,৫০৫ একাধিক ধারায় এফআইএর রুজু হয়। এরপর হাইকোর্টে মামলা খারিজের আবেদন করেন মিঠুন চক্রবর্তী।হাইকোর্টই মিঠুন চক্রবর্তীকে মামলায় সহযোগিতা করার নির্দেশ দেয়

তবে এবিষয়ে মিঠুন জানিয়েছেন,”তিনি কেবলমাত্র সংলাপ বলেছেন । তা বাস্তবে প্রয়োগের কনক ইচ্ছে তার ছিল না । তিনি চাননি এই কথাকে নিয়ে কেউ হিংসা ছড়াক ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *