Fit India Quiz: অমিতাভ বচ্চনের কেবিসি মডেলে দেশবাসীকে সচেতন করতে আসছে মোদির ‘Fit India Quiz’

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: ফিট ইন্ডিয়া মুভমেন্টের পর এবার ফিট ইন্ডিয়া কুইজ (Fit India Quiz) নিয়ে হাজির নরেন্দ্র মোদি। সংবাদ মাধ্যম সূত্রে খবর, আগামী সেপ্টেম্বর মাস থেকেই এই কর্মসূচির কাজ শুরু হয়ে যাবে বলে। মূলত ভারতের স্কুল ছাত্র ছাত্রীদের জন্যই এই কর্মসূচি গ্রহণ করেছে মোদি সরকার।

অমিতাভ বচ্চনের কৌন বনেগা ক্রোড়পতি (Kaun Banega Crorepati) বা KBC স্টাইলে অনুষ্ঠিত হবে এই কুইজ। ব়্যাপিড ফায়ার থেকে ফোন আ টিচার- সবই থাকতে পারে এর মধ্যে। অলিম্পিক্সে একদিকে যখন দেশ লড়ছে, অন্য দিকে তখন দেশকে ফিট রাখতে কুইজের ব্যবস্থা করছে সরকার। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কী কী থাকছে এই কুইজে? কারা কারাই বা অংশগ্রহণ করতে পারবেন?

জানা গিয়েছে,”দেশের প্রত্যেক স্কুল থেকে দু’জন করে পড়ুয়াকে নির্বাচন করা হবে। সেই দু’জন সংশ্লিষ্ট স্কুলকে প্রতিনিধিত্ব করবে। প্রথমে স্কুলগুলি নির্বাচন করে পাঠাবে, তার পর নির্বাচিত সম্ভাব্য প্রতিযোগীদের NTA বা ন্যাশনাল টেস্টিং এজেন্সির পরীক্ষা দিতে হবে অনলাইনে। পরীক্ষায় পাশ করলে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া হবে। এক্ষেত্রে প্রত্যেকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ৩২টি করে স্কুলের পড়ুয়ারা এই স্টেট রাউন্ডে অংশ নেওয়া সুযোগ পাবে। সেখান থেকে জাতীয় স্তরের কুইজে পৌঁছতে হবে সঠিক উত্তর দিয়ে। জাতীয় স্তরের কুইজে বেশ কিছু বিষয় থাকবে যা দর্শকদের নজর কাড়বে। তার মধ্যে রয়েছে ফোন আ টিচার অফ আ স্কুল বা পেরেন্ট, বাজার রাউন্ড, অডিও-ভিডিও দেখে চিনে নেওয়ার রাউন্ড ইত্যাদি। এই কুইজ প্রতিযোগিতাটিতে ভারতের ইতিহাস ও খেলা নিয়ে নানা প্রশ্ন করা হবে। থাকবে দেশের সাবেকি খেলা, যোগ অভ্যাস-সহ আরও অনেক কিছু। কমনওয়েলথ, খেলো ইন্ডিয়া, অলিম্পিক্স, এশিয়ান গেমস নিয়ে প্রশ্ন করা হবে। এখানে কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল ও ফাইনাল এই তিনটি রাউন্ড থাকবে। এই পুরোটাই টিভিতে ও সোশ্যাল মিডিয়ায় ব্রডকাস্ট করা হবে। যাতে দেশের একটা বড় অংশ এটি দেখতে পারে।

এই কর্মসূচি গ্রহণের উদ্দেশ্যে?

এই কর্মসূচির মাধ্যমে বাচ্চারা জাতীয় স্তরে, টিভির পর্দায় ফিটনেস সম্পর্কে নিজেদের জানা অজানা ও জ্ঞান প্রকাশের সুযোগ পাবে। তাদের দেখে দেশের আর পাঁচটাও বাচ্চাও ফিটনেস বা শরীরচর্চা নিয়ে ভাববে এবং তারাও এটি নিয়ে জানতে চাইবে। তাতে বাচ্চাদের সঙ্গে সঙ্গে পরিবারের মধ্যেও ফিটনেস ব্যাপারটি প্রবেশ করবে।এই প্রতিযোগিতায় যে কোনও বয়সের বাচ্চারাই অংশগ্রহণ করতে পারবে। তবে, জানা যাচ্ছে, কুইজের প্রশ্নগুলি এমনভাবে তৈরি করা হবে, যাতে ক্লাস ৮-এর বাচ্চা বা তার থেকে বড়রা উত্তর দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *