নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: অপেক্ষার অবসান ঘটিয়ে নির্দিষ্ট সময়ের একদিন আগেই পশ্চিমবঙ্গে প্রবেশ করল বর্ষা। রবিবার উত্তরবঙ্গের ৬ জেলায় বর্ষা ঢুকেছে বলে জানিয়েছে মৌসম ভবন। পূর্বাভাস অনুসারে কয়েক দিনের মধ্যে দক্ষিণবঙ্গেও ঢুকবে মৌসুমি বায়ু।
মৌসম ভবন থেকে প্রকাশিত রেখাচিত্র অনুসারে রবিবার উত্তরবঙ্গের ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং ও আলিপুরদুয়ারে সম্পূর্ণভাবে বর্ষা প্রবেশ করেছে। এছাড়া বর্ষা প্রবেশ করেছে উত্তর দিনাজপুরের একাংশে। একই সঙ্গে বর্ষা প্রবেশ করেছে উত্তর পূর্ব ভারতেন ৭ রাজ্যে। বর্ষা প্রবেশ করেছে বাংলাদেশের একাংশেও। বর্ষা ঢুকতেই তরাই ডুয়ার্সের একাশে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি হচ্ছে বাংলাদেশেও। সাধারণত ৭ জুন উত্তরবঙ্গে প্রবেশ করে বর্ষা। এবার ১ দিন আগে সেখানে প্রবেশ করল মৌসুমি বায়ু। কয়েক দিনের মধ্যে দক্ষিণবঙ্গেও মৌসুমি বায়ুর আগমন ঘটতে চলেছে বলে পূর্বাভাস। এবারের বর্ষায় স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।