দলের সর্বভারতীয় সহ-সভাপতির দায়িত্ব পেতে চলেছেন মুকুল রায়? জল্পনা তুঙ্গে

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: মুকুল রায়ের তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়ে যায়,তৃণমূলের ঠিক কোন পদটি দেওয়া হতে পারে তাকে? আর ২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল যে ঘুঁটি সাজাচ্ছে, তাতেও মুকুলের গুরু দায়িত্ব থাকবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।সংগঠন বিস্তারে মুকুল রায়ের দক্ষতার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সূত্রের খবর, তৃণমূলের সর্বভারতীয়-সহ সভাপতি করা হতে পারে মুকুলকে। একসময় তৃনমুল দলের সেকেন্ড ইন কমান্ড ছিলেন মুকুল রায় । সামলেছেন দলের একাধিক বড়সড় দায়িত্ব । সর্বভারতীয়-সহ সভাপতির পাশাপাশি তাকে হয়তো জাতীয় স্তরের সাংগঠনিক বিস্তারের দায়িত্বও দেওয়া হতে পারে ।আগেও ত্রিপুরা, অসম, বিহারের মতো রাজ্যে তৃণমূলের সংগঠনের দায়িত্বে ছিলেন মুকুল রায়। আবারও সেই ভূমিকায় তাঁকে ফিরিয়ে আনা হতে পারে বলে তৃণমূলের অন্দরে জোর জল্পনা।  

তবে দলে ফেরার পর মুকুলকে দলের কোন দায়িত্ব দেওয়া হবে ,তার আগেই ইঙ্গিত দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এই প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘এই নিয়ে দল সিদ্ধান্ত নেবেন’। একইসঙ্গে মমতা বলেন, ‘ও আগের মতোই গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন। কোনও সমস্যা নেই। তৃণমূল কালেক্টিভ দল’। প্রসঙ্গত এর আগে তৃণমূলে থাকাকালীনও তিনি দলের সর্বভারতীয় সম্পাদকের দায়িত্বে ছিলেন ।

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জিতে বিধায়ক হয়েছেন মুকুল রায়। এরই মধ্যে গত শুক্রবার তৃণমূলে ফিরেছেন তিনি । তবে এখনই বিধায়ক পদ ছাড়ছেন না মুকুল রায় । তিনি বলেছেন, এই বিষয়ে দল সিদ্ধান্ত নেবে । বিজেপি বিধায়ক হিসেবেই সম্ভবত তিনি ২ জুলাই বিধানসভা অধিবেশনে যোগ দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *