তৃণমূলের কোন পদে থাকবেন মুকুল রায়? এবিষয়ে ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: মুকুলের ঘর ওয়াপসিতে উত্তাল বঙ্গ রাজনীতি । দীর্ঘ চার বছর পর বিজেপি ছেড়ে আবার তৃণমূলে ফিরলেন মুকুল রায় । শুক্রবার তৃনমুল ভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে ফেরেন তিনি। জানা গেছে দলে ফিরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘সরি’ বলেন মুকুল রায় । একটা তৃণমূলের সেকুন্ড ইন কমান্ড কে দলে ফিরে পেয়ে খুশি মমতা বন্দ্যোপাধ্যায় । এখন নানা মহলে প্রশ্ন জাগছে তৃণমূলের কোন পদে থাকবেন মুকুল রায়? দলের কোন দায়িত্ব দেওয়া হবে মুকুলকে? তবে এবিষয়ে কিছুটা ইঙ্গিত দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ।

মুকুল রায়কে দলের কোন দায়িত্ব দেওয়া হবে সেবিষয়ে শুক্রবার সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,”এই সিদ্ধান্ত দল নেবে । মুকুল আগের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বেই থাকবেন । কোনো সমস্যা নেই । তৃনমুল কালেক্টিভ দল । উল্লেখ্য,তৃণমূলে থাকাকালীন এর আগেও দলের বহু দায়িত্ব সামলেছেন তিনি । একসমও রেল মন্ত্রীর দায়িত্বও সামলেছেন । এমনকি মুকুলই ছিলেন দলের সেকেন্ড ইন কমান্ড ।

শুক্রবার মুকুল পুনরায় দলে ফেরার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘ঘরের ছেলে ঘরে ফিরেছে । এদিন মুকুলকে পাশে বসিয়ে মমতা জানান,”মুকুল আমাদের ঘরের ছেলে,ঘরে ফিরল। আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি । আমার মনে হয় এবার ও মানসিক শান্তি পাবে।” একইসঙ্গে মমতা এদিন বলেন,”মুকুলের সঙ্গে আমার কোনোদিন ব্যাক্তিগত মতবিরোধ ছিল না ।” পাল্টা মুকুল রায়ও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের নেত্রী বলে প্রশংসায় ভরিয়ে দেন । তিনি বলেন,”বাংলা আবার তার নিজের জায়গা ফিরে পাবে । এই ফেরার নেতৃত্ব দেবেন আমাদের সবার নেত্রী ,মমতা বন্দ্যোপাধ্যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *