নবদ্বীপ,নদীয়া: ১৯৭৯ সালের ৬ সেপ্টেম্বর নদিয়ার নবদ্বীপের বড়ালঘাটে দিনেরবেলায় সিপিএমের ঘাতক বাহিনীর হাতে খুন হয় নিরাপরাধ ছাত্র ও কিশোর রঞ্জন সাহা ও স্বপন দাস। মারাত্মকভাবে জখম হন নবদ্বীপের বর্তমান বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা ওরফে নন্দ সাহা। তাকে মৃত ভেবে ফেলে যায় সিপিএমের হার্মাদ বাহিনী। সেই পৈশাচিক ঘটনার স্মরণে সোমবার ৬ সেপ্টেম্বর স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে নবদ্বীপের বড়ালঘাটের স্বপন-রঞ্জন শহিদ বেদিতে মাল্যদানের মাধ্যমে ৪৩ তম কালা দিবস পালন করা হয়।

এদিনের স্মরণ সভায় উপস্থিত ছিলেন নবদ্বীপের বর্তমান বিধায়ক তথা ১৯৭৯ সালে ৬ ই সেপ্টেম্বর সিপিএমের হার্মাদ বাহিনীর হাতে জখম পুণ্ডরীকাক্ষ সাহা।

এছাড়াও উপস্থিত ছিলেন নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা ও পৌরসভার অন্যান্য কাউন্সিলররা।

নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা জানান, “নিরপরাধ ছাত্র কিশোররঞ্জন সাহা ও স্বপন দাসকে পাথর দিয়ে থেঁতলে খুন করা হয়। মৃত্যুর সময় জল চাইলে তাদের মুখে জলের পরিবর্তে মূত্রত্যাগ করা হয়। সিপিএমের হার্মাদ বাহিনীর অত্যাচারে বিংশ শতাব্দীর আটের দশকের শেষদিক থেকে নয়ের দশকের শেষ পর্যন্ত নবদ্বীপের বুকে চলে বিভীষিকাময় পরিস্থিতি। অনেক চেষ্টার ফলে নবদ্বীপে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে।”