নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: জাকিয়ে শীত পড়ার আগেই ফের ঊর্ধমুখী পারদ। শীতের মরশুমে ফের একবার রাজ্যজুড়ে বৃষ্টির ভ্রুকুটি। আবহাওয়া দফতর সূত্রে আজ অর্থাৎ শুক্রবার ও শনিবার ঘন কুয়াশা থাকলেও, রবি ও সোমবার রাজ্যের দক্ষিনবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভবনা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে বাড়বে রাতের তাপমাত্রা। আগামী কয়েকদিনে ২ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে রাতের তাপমাত্রা। তার পরেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। আজ, শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস।
তবে ঘন কুয়াশায় ঢাকবে মুর্শিদাবাদ,নদীয়া ও পশ্চিম বর্ধমান। তাও আবার ২৪ ঘন্টা পর থেকে কেটে যাবে।
দক্ষিনবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ১০ তারিখ থেকে বৃষ্টির সম্ভবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে।