নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: মুখ্যমন্ত্রীর আবেদনকে বুড়ো আঙুল দেখিয়ে কলকাতা হাইকোর্টে শুরু হল নন্দীগ্রাম মামলার শুনানি। নিয়মমাফিক কলকাতা হাইকোর্টের এই শুনানিতে ভার্চুয়ালি উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের শুনানিতে মুখ্যমন্ত্রীর হয়ে সওয়াল করছেন রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী অভিষেক মনু সিংভি।
প্রসঙ্গত সদ্য ঘটে যাওয়া একুশের নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে বর্তমান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে ১৯০০ ভোটে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরেই মুখ্যমন্ত্রী অভিযোগ করেন গণনায় কারচুপি হয়েছে। নন্দীগ্রাম কেন্দ্রে পুনর্গণনার দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। এরই মাঝে বুধবার রাতে মুখ্যমন্ত্রীর আইনজীবীর তরফ থেকে চিঠি দেওয়া হয় এই মামলার বিচারপতি কৌশিক চন্দের এজলাসে। সূত্রের খবর,ওই বিচারপতির বিজেপি যোগের সঙ্গে একাধিক প্রমান মেলায় মামলা অন্য বেঞ্চে স্থানান্তরের আর্জি জানায় মমতা ব্যানার্জির আইনজীবী। কিন্তু বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর জানানো আবেদনকে বুড়ো আঙুল দেখিয়ে বিচারপতি কৌশিক চন্দের এজলাসেই শুরু হয় নন্দীগ্রাম মামলার শুনানি।