নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: হাইকোর্টে আজ হবে নারদ মামলার শুনানি । বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চেই হবে শুনানি । রাজ্যের চার হেভিওয়েট নেতা মন্ত্রীর জামিনের পুনর্বিবেচনার শুনানি হবে আজ । কাল অনিবার্যকারণ বশত নারদ মামলার শুনানি স্থগিত করেছিল কলকাতা হাইকোর্ট ।অন্যদিকে ভিন রাজ্যে মামলা স্থানান্তরের আবেদনও আজ হবে শুনানি ।
উল্লেখ্য,নারদ মামলায় গত সোমবার রাজ্যের চার হেভিওয়েট কে গ্রেফতার করে সিবিআই । নিজেদের বাড়ি থেকে ধৃত চারজনকে নিজাম প্যালেসে সিবিআই দফতরে নিয়ে যাওয়া হয় । কিছুক্ষনের মধ্যেই সেখানে পৌঁছায় মুখ্যমন্ত্রী স্বয়ং । সেই দিনই বিকেলে অভিযুক্তদের আদালতে চার্জশিট পেশ করে সিবিআই । নিম্ন আদালতে জানায় আদালতে চার্জশিট পেশ করার পর গ্রেফতারের কোনো প্রশ্নই হয় না । ব্যাংকশাল আদালত অভিযুক্তদের জামিন মঞ্জুর করে । সেখানেই থেমে থাকেনি সিবিআই । সেইদিন রাতেই কলকাতা হাইকোর্ট অভিযুক্তদের জামিন মঞ্জুরে স্থগিতাদেশ দেয় । তার পর থেকেই উত্তাল রাজ্য রাজনীতি । হাইকোর্ট ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় । প্রেসিডেন্সি জেলে ভোর রাতে অসুস্থ্যতার কারনে মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় । অক্সিজেন সাপোর্টে রাখা হয় তাদের । গত বুধবার হাইকোর্টে জোড়া শুনানি ঘোষণার কথা থাকলেও সময় শেষ হয়ে যাওয়ায় হাইকোর্ট নির্দেশ দেয় পরের দিন হবে শুনানি ।কিন্তু অনিবার্য কারণ বশত বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চ না বসায় স্থগিত হয়ে যায় শুনানি ।তবে আজ নারদ মামলায় শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টে ।