নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: করোনার টিকা নেওয়ার ক্ষেত্রে বড়সড় রদবদল করলো কেন্দ্র সরকার । এবার থেকে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে লাগবে না আগাম রেজিস্ট্রেশন । কেন্দ্রের তরফ থেকে মঙ্গলবার জানানো হয়েছে টিকা নেওয়ার আগে অনলাইন রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয় । মূলত গ্রামীন এলাকার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত ।
স্বাস্থ্য মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ,’এবার থেকে ১৮ বছরের উর্ধে যেকোন ব্যাক্তির নাম রেজিস্ট্রেশন ছাড়াই টিকা কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নিতে পারবেন । এক্ষেত্রে আগে থেকে নাম নথিভুক্ত করার প্রয়োজন হবে না ।
এদিকে, করোনা সংক্রমণ রুখতে টিকাকরণে জোর দিয়ে নয়া অ্যাপ আনল পশ্চিমবঙ্গ সরকার। CVR নামে এই অ্যাপের সাহায্যে এবার থেকে রাজ্যের যে কোনও বাসিন্দা ভ্যাকসিনের স্লট বুক করতে পারবেন। এই অ্যাপে নাম নথিভুক্ত করতে হবে। শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমেও বুক করা যাবে ভ্যাকসিনের স্লট। জানা যাচ্ছে, এই অ্যাপে ঢুকলেই 8335999000 এই নম্বর জেখা যাবে। এই নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠালেই সমস্ত তথ্য মিলবে। এই অ্যাপের উদ্বোধন করেছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।