নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: থামল দীর্ঘ ২০ দিনের যুদ্ধ। মাত্র ২৪-এই থেমে গেল তাঁর পথ চলা। সব চেষ্টা ব্যর্থ করে রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। গত ১ নভেম্বর ব্রেন স্ট্রোক হওয়ার পর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি পরিবার -কাছের বন্ধুরা ছাড়াও অভিনেত্রীর সুস্থতা কামনায় করে গেছেন তারকা থেকে শুরু করে নেটিজেনরা। কিন্তু শেষ রক্ষা হল না। আজ হাসপাতালেই ১২টা ৫৯ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শনিবার সকালেও হাসপাতালের তরফে জানানো হয়েছিল, ঐন্দ্রিলা এখনও ১০০% ভেন্টিলেশনেই রয়েছেন। আচমকাই মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়েছিল। অস্ত্রোপচারও করা হয়। তার পর এক সপ্তাহে একাধিক বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর। হাসপাতালের বিছানায় শুয়ে দীর্ঘ লড়াই চালালেও শেষ রক্ষা হল না। ডাক্তারদের সব প্রচেষ্টা ব্যর্থ করে অকালেই থেমে গেল তাঁর পথ চলা।
২০১৫ সালে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ঐন্দ্রিলা। স্কুলে পড়া সেই কিশোরী লড়ে গিয়েছিলেন ব্যোন ম্যারো ক্যানসারের সঙ্গে। জয়ীও হয়েছিলেন তিনি। বহরমপুরের ইন্দ্রপ্রস্তের বাসিন্দা ঐন্দ্রিলা কর্কট রোগের কাছে হার মানেননি। ইঞ্জেকশনের যন্ত্রণায় কাতর মেয়েটা লড়ে গিয়েছিল। জয়ীও হয়েছিলেন সেই যুদ্ধে। ক্যানসারকে হার মানিয়ে ফিরে এসেছিলেন স্বাভাবিক জীবনে। এরপর তাঁর গ্ল্যামার দুনিয়ায় পা রাখা। ‘জিয়ন কাঠি’ সহ একাধিক মেগায় কাজ করেছেন তিনি। ঘর করে নিয়েছেন দর্শকদের মনে। শনিবার রাতে তাঁর দশ বার কার্ডিয়াক অ্যারাস্ট হয়। এরপরেও লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু, রবিবার ফের একবার হৃদরোগে আক্রান্ত হন ঐন্দ্রিলা শর্মা। রবিবার দুপুর ১২ টা ৫৯ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।