বৃহস্পতিবারই মা হতে চলেছেন নুসরত , যশকে পাশে থাকার আর্জি জানিয়েছেন হবু মা

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: অবশেষে আসতে চলেছে সেই খুশির দিন। সম্ভবত লক্ষীবারেই মা হবেন নুসরত জাহান (Nusrat Jahan)। সূত্রের খবর, দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে বুধবারই ভর্তি হবেন তিনি। আজ গোটা দিন সেখানে থাকার পর কাল সকাল সকাল সন্তানের জন্ম দেবেন নুসরত।

সেপ্টেম্বর নয় ,আগস্টেই মা হবেন নুসরত। অনেকদিন থেকেই সমস্ত আলোচনার লাইমলাইটে ছিলেন তিনি। সুন্দরী নায়িকা সাংসদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহের পারদ তুঙ্গে নেটিজেনদের। অবশ্য সেই আগুনে ইন্ধন জুগিয়েছিলেন তিনি নিজেই। সর্ব সম্মুখে খোলাখুলি না আসলেও সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে যাচ্ছিলেন হবু মা।

টলিউডের প্রথম সারির এই নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর বের হওয়ার শুরু থেকেই তাঁর সন্তানের পিতৃপরিচয় নিয়ে তুঙ্গে তরজা। শোনা যাচ্ছে, নুসরত তাঁর চিকিৎসককে অনুরোধ করেছেন, যেন সার্জারির সময় যশ তাঁর পাশে থাকেন। যদিও সন্তানের পিতা যশ কি না, সে উত্তর নায়িকা দেননি। বলা ভালো, প্রয়োজন মনে করেননি। এককথায় নুসরত যশকে তার বিশেষ বন্ধু রূপে পরিচয় দিয়েছেন।

নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ থেকে শুরু করে অভিনেতা যশ দাশগুপ্তের (Yash Dasgupta) সঙ্গে তাঁর সম্পর্ক, গত কয়েকমাসে নানা বিতর্কের মুখে পড়তে হয়েছে তাঁকে। তাঁর বাচ্চার বাবা কে সে নিয়ে যদিও মুখ খোলেননি অভিনেত্রী। তবে শোনা যাচ্ছে যেভাবে প্রেগন্যান্সি পিরিয়ডে সবসময় তাঁর পাশে থেকেছেন যশ, সেভাবেই হাসপাতালেও নুসরতের পাশেই থাকবেন তিনি। তবে এ ব্যাপারে এখনই কিছু বলতে চাননি যশ। এই সমস্ত প্রশ্নোত্তর দূরে সরিয়ে আপাতত ‘ভাল সময়ের অপেক্ষায়’ নুসরত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *