নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: দীর্ঘ অপেক্ষার পর গত বৃহস্পতিবার মা হয়েছেন নুসরত জাহান। সি-সেকশনের মাধ্যমে ফুটফুটে পুত্র সন্তানের মা হয়েছিলেন নুসরত, তাই গত কয়েকটা দিন সদ্যজাতকে নিয়ে হাসপাতালেই কাটিয়েছেন তারকা সাংসদ। মঙ্গলবার ছুটি হওয়ার কথা থাকলেও সোমবারই হাসপাতাল থেকে ছুটি পেলেন নুসরত জাহান। নবজাতককে নিয়ে ফিরলেন বালিগঞ্জের বাড়িতে। এদিন হাসপাতাল থেকে বাড়ি ফেরার আগে তারকা-সাংসদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চিকিত্সক, নার্স, স্বাস্থ্য কর্মীরা। সদ্যোজাতকে কোলে নিয়ে গাড়িতে ওঠেন অভিনেতা যশ দাশগুপ্ত। সারাক্ষণ নুসরতের ছায়া সঙ্গী হয়ে থেকেছেন তাঁর এই বিশেষ বন্ধু । সদ্যোজাত দুনিয়ার আলো দেখার পর নজর ছাড়া করেননি সেই একরত্তিকেও।
যদিও আগে শোনা গিয়েছিল রবিবারে বাড়ি ফিরবেন নুসরত। তবে নায়িকার চিকিত্সক রাজীব আগারওয়াল জানান নতুন মা সন্তানকে লালন-পালনের নির্দিষ্ট কিছু খুঁটিনাটি আরও ভালোভাবে জেনে নিতে চাইছিলেন সেই কারণেই নুসরত নিজে আরও কিছুটা সময় থাকতে চেয়েছিলেন হাসপাতালে। এদিন নুসরতের সন্তানের বেশ কিছু পরীক্ষা করা হয়, সমস্ত রিপোর্ট স্বাভাবিক এসেছে। মা ও সন্তান এক্কেবারে সুস্থ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ, এরপরই সোমবার দুপুরে বাড়ি ফিরলেন নুসরত জাহান।
নুসরত জাহানের মাতৃত্ব নিয়ে তোলপাড় রাজনীতি থেকে শুরু করে নেটদুনিয়া। নুসরতের সন্তানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন রয়েছে সকলের মনে। নুসরতের ‘প্রাক্তন’ স্বামী নিখিল জৈন জানিয়েছেন, এই সন্তান তাঁর নয়। আর নুসরতের সঙ্গে যশ দাশগুপ্তের সম্পর্কের ঘনিষ্ঠাতার সুযোগ নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে ঘোরাফেরা করছে একটাই প্রশ্ন, ‘নুসরতের সন্তানের পিতা কি যশ?’ এবিষয়ে অবশ্য এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন নুসরত-যশ দুজনেই।
উল্লেখ্য, যশ ও নিজের নামের সঙ্গে মিলিয়ে, নুসরত ছেলের নাম রেখেছেন Yishaan। যদিও হাসপাতালের কাগজে ছেলের পরিচয় হিসেবে নিজের নামই উল্লেখ করেছেন তৃণমূল সাংসদ। নিজের পরিচয়েই তিনি ছেলেকে বড় করবেন, না পরবর্তীতে আবারও কারও সঙ্গে ঘর বাঁধবেন তা সময় বলবে।