Student Credit Card:স্টুডেন্ট ক্রেডিট নিয়ে বড় ঘোষণা, শনিবার ৫ হাজার জনকে দেওয়া হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড

নদীয়া নিউজ ২৪ ডিজিটাল: স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) নিয়ে বড় খবর। শনিবারই রাজ্যের ৫ হাজার পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার টার্গেট নিয়েছে রাজ্য সরকার।

উচ্চ শিক্ষা দফতর সূত্রে খবর, প্রত্যেকটি জেলায় ক্যাম্প করে করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হবে। শনিবার ওই দিনই মোট ৫০০০ পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হবে সব মিলিয়ে। সব মিলিয়ে প্রায় ১২০ কোটি টাকার লোন দেওয়া হবে ছাত্র-ছাত্রীদের।

সূত্রের খবর শনিবার দুপুর তিনটে থেকে সেই ক্রেডিট কার্ড দেওয়ার অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিবও। বুধবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর ২৪ পরগনার প্রশাসনিক বৈঠক থেকে ঘোষণা করেছিলেন ১ জানুয়ারি স্টুডেন্ট ডে পালন করা হবে।

শুধু তাই নয় ২০ ডিসেম্বর একটি উচ্চ শিক্ষা দফতরের তরফে মেলার আয়োজনও হবে। সেখানেও কুড়ি হাজার পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার টার্গেট নিয়েছে রাজ্য। সে ক্ষেত্রে শনিবার প্রাথমিকভাবে ৫০০০ পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার মাধ্যমে স্টুডেন্ট কার্ড প্রকল্পে আরও গতি আনতে চাইছে রাজ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *